হিলিবন্দর দিয়ে ফের আলু আমদানি শুরু


দিনাজপুর প্রতিনিধি , : 27-11-2024

হিলিবন্দর দিয়ে ফের আলু আমদানি শুরু

মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্ধ থাকার পর ভারত থেকে ফের আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াই দিকে ভারত থেকে আলু বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। হিলিবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেন।

নাজমুল হক জানান, মঙ্গলবার সার্ভার জটিলতার কারণে অনলাইনে স্লট বুকিং (ট্রাকের সিরিয়াল) বন্ধ থাকায় ভারত থেকে কোনো আলু আমদানি হয়নি। বুধবার সার্ভার জটিলতার সমস্যা সমাধান হওয়ায় ফের ভারত থেকে শুরু হয়েছে আলু আমদানি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা পর্যন্ত আলু ছাড়া অন্য পণ্যবাহী ৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশের পর সার্ভার জটিলতা দেখা দেয় বলে জানান নাজমুল হক।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com