ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া সংবাদ-দাতা , : 02-02-2023

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনের গিয়ার ভেঙে লাইন বন্ধ থাকায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৫টার দিকে চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া বাগানবাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকেল প্রায় সোয়া পাঁচটায় আখাউড়া রেলস্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ করে ইঞ্জিনের গিয়ার ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিপলেস ইঞ্জিন যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।’ 

ঢাকা বিজনেস/আজহার/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]