ডুবতে থাকা ব্রাজিলকে টেনে তুলতে সভাপতি হবেন রোনালদো


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-11-2024

ডুবতে থাকা ব্রাজিলকে টেনে তুলতে সভাপতি হবেন রোনালদো

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। এরপর কেটে গেছে দুই দশক। বিশ্বকাপ জয় দূরে থাক ফাইনালেও পা রাখতে পারেনি সেলেসাওরা। আসন্ন ২০২৬ বিশ্বকাপে যে জয় পাবে সেটাও জোর গলায় বলা যাচ্ছে না। দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ারে যাচ্ছে তাই অবস্থা রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। যেন ডুবতে বসেছে ব্রাজিলের ফুটবল।

ভেনেজুয়েলার বিপক্ষে ড্র’য়ের পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ড্র’করেছে ব্রাজিল। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে জয় না পাওয়ায় হতাশ দলটির সমর্থকরা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও ধাক্কা খেয়েছে দলটি। চার থেকে পাঁচ নম্বরে নেমে গেছে দলটি। এই অবস্থায় ব্রাজিলকে টেনে তুলতে এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

দেশের ফুটবলের শনির দশা কাটাতে বড় পরিবর্তনের ওপর জোর দিয়েছেন এই তারকা। সে কারণে নিজেই সবচেয়ে ভূমিকায় বসতে চান তিনি। দেশের ফুটবলকে এগিয়ে নিতে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান সাবেক এই বিশ্বকাপজয়ী।

নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক নিলামের অনুষ্ঠানে সম্প্রতি রোনালদো বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।’

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চে। আর সেই নির্বাচনের আগে রোনালদোর এমন ঘোষণা বার্তা দিচ্ছে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার। আর সেটি যদি হয়, তবে খুব একটা মন্দ হওয়ার কথা নয় সেটি।

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফের সভাপতি হন রোনালদো, তাহলে তার প্রথম কাজ হবে কোচ বদল করা। বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে সরিয়ে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া। আর সেই জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো এমনটাই বিশ্বাস দলটির সমর্থকদের।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com