আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-11-2024

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

তথ্য অধিদপ্তর (পিআইডি) আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। গত ৭ নভেম্বর অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এ নিয়ে মোট ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে প্রিন্ট পত্রিকা, অনলাইন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ জন এবং ৩ নভেম্বরের প্রথম সপ্তাহে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার।

আলোচিত সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড কেন বাতিল করা হয়েছে, তার কোনো কারণ উল্লেখ করা হয়নি পিআইডির জারি করা আদেশে। তবে ধারণা করা হয়, গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামীলীগ সরকারের সমর্থক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে তালিকায় এমন অনেক সাংবাদিক রয়েছেন, যারা একেবারেই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদেরকে কখনো পতিত সরকারের পক্ষে কোনো ধরনের ভূমিকা নিতে দেখা যায়নি।

প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তাদের তালিকা দেখতে পারেন এই লিংকে ক্লিক করে।

প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড হচ্ছে তথ্য অধিদপ্তর (পিআইডি) এর ইস্যু করা বিশেষ কার্ড। এই কার্ডধারীরা পেশাগত দায়িত্ব পালনে অন্য কোনো পাস নেওয়া ছাড়াই সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com