ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: ফক্স নিউজ


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-11-2024

ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: ফক্স নিউজ

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন, এটি এখন সময়ের অপেক্ষা বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

তবে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।

ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন। পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সে হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি এখনো। 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে সিনেট, হাউজ ও গভর্নর নির্বাচন। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে। ফক্স নিউজ অনুযায়ী ট্রাম্প ২৭৭ ইলেক্টোরাল ভোট পেলেও, দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০মিনিট) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৭ ইলেকটোরাল কলেজ ভোট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৬ ইলেকটোরাল ভোট। তবে সব সংবাদমাধ্যমের হিসেবেই কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com