জয়ের পথে ট্রাম্প, সমর্থকদের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-11-2024

জয়ের পথে ট্রাম্প, সমর্থকদের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় নিরঙ্কুশ জয়ের পর হোয়াইট হাউজ যাত্রার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আলোচিত ও সমালোচিত এই রাজনীতিকের।

ইতোমধ্যে ২৪৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ের অনেকটা কাছাকাছি চলে গেছেন ট্রাম্প। বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখন পর্যন্ত পেয়েছেন ১৮৭ ভোট। যেসব অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা বাকি আছে সেগুলোর বেশিরভাগেই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জয়ী হতে আর মাত্র ২৩টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন ট্রাম্পের। তাহলেই তিনি পৌঁছে যাবেন ২৭০-এ। এ অবস্থায় তিনি তার দলীয় পার্টিতে অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন। 

ফ্লোরিডায় মোটর শোভাযাত্রাসহ তার উপস্থিত হওয়ার কথা। সেখানে ওয়েস্ট পাম বিচে তার দলীয় সমর্থকরা উল্লাস করছেন। 

ধারণা করা হচ্ছে সেখানে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখবেন। সেখানে উপস্থিত আছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন। উপস্থিত আছেন রাজনৈতিক মিত্র রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং তুলসি গাব্বার্ড। এর বাইরেও সমর্থকদের ভিড় বাড়ছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com