সরাইলে জমিতে মিললো কৃষকের মরদেহ


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা , : 02-02-2023

সরাইলে জমিতে মিললো কৃষকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে আব্দুল হামিদ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

কৃষক আব্দুল হামিদ একই এলাকার কালা মিয়ার ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ‘আব্দুল হামিদ প্রতিরাতে বাসা থেকে বের হয়ে যান। আবার বের হওয়ার কিছুক্ষণ পরেই ফিরে আসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে গ্রামের জমিতে তার মরদেহ পাওয়া যায়। তার শরীর কাদামাখা ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে বিষয়টি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’  

আজহার/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]