নিলামে উঠছে রোবটের আঁকা চিত্রকর্ম


ঢাকা বিজনেস ডেস্ক , : 28-10-2024

নিলামে উঠছে রোবটের আঁকা চিত্রকর্ম

চলতি মাসের শেষের দিকে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর হিউম্যানয়েড রোবটের আঁকা চিত্রকর্ম নিলামে তুলবে শীর্ষ স্থানীয় নিলাম প্রতিষ্ঠান সদবি’স।

‘এআই গড: পোর্ট্রেট অব অ্যালান টুরিং’ নামের চিত্রকর্মটি ব্রিটিশ গ্যালারিস্ট আইডান মেলারের উদ্ভাবিত রোবটশিল্পী আই-ডা এঁকেছে। 

এ বিষয়ে আইডান মেলার বলেন, ‘আই-ডার শিল্পকর্ম প্রযুক্তির সঙ্গে সমাজের সম্পর্ককে তুলে ধরে এবং শিল্প কীভাবে বরাবরই সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করে আসছে তা প্রকাশ করে। 

অতীতের দিকে তাকালে দেখব, সর্বশ্রেষ্ঠ শিল্পীরাই তাদের শিল্পকর্মের মাধ্যমে নিজেদের সময়ের সামাজিক পরিবর্তন এবং নানা বাঁকবদলের প্রতিধ্বনি তুলে আনেন। 

তারা শিল্পকর্মের মাধ্যমে পরিবর্তনগুলোর সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত নানা বিষয় অন্বেষণ করেছেন। সুতরাং, মেশিন যদি শিল্পকর্ম সৃষ্টি তৈরি করে তবে এর চেয়ে ভালো আর কী হতে পারে।’

সদবি’সে বিক্রির জন্য তোলা এ চিত্রকর্মে ইংরেজ গণিতবিদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রিপ্টোনালিস্ট অ্যালান টুরিংকে চিত্রিত করা হয়েছে। টুরিং এআই ও কম্পিউটার বিজ্ঞানের অগ্রদূত হিসেবে স্মরণীয়। 

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর নিলামে তোলার পর চিত্রকর্মটি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। এ চিত্রকর্মের জন্য ক্রিপ্টোকারেন্সিতেও লেনদেনের সুবিধা দিচ্ছে সথবি’স। 

মেলার জানান, চিত্রকর্মটি বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ তিনি আই-ডা প্রকল্পে পুনরায় বিনিয়োগ করবেন। ‘এআই গড: পোর্ট্রেট অব অ্যালান টুরিং’ লৈঙ্গিক পরিচয়ে নারী হিসেবে পরিচিত রোবটশিল্পী আই-ডা তার চোখে থাকা ক্যামেরা ও রোবটিক হাত ব্যবহার করে ছবি এঁকেছে। পরচুলা ও ডেনিমের পোশাকে তাকে দেখা যায়। 

২ বছর আগে আই-ডা যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে বক্তৃতা দিয়েছিল। তখন ডিজিটাল ও যোগাযোগ কমিটির সামনে বলেছিল, ‘আমার কোনো আত্মিক অভিজ্ঞতা নেই। আমি কম্পিউটার প্রোগ্রামের ওপর নির্ভরশীল। জীবিত না হলেও আমি শিল্প সৃষ্টি করতে পারি।’ সূত্র: সিএনএন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com