গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-10-2024

গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি)।  শনিবার বিকাল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার। 

অন্যদিকে বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটির ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম প্রতিনিধি দলে ছিলেন দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্য সচিব ডা. মিজানুর রহমান মিজান, সদস্য সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তক আহমেদ।

এছাড়াও আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল। 

এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৫ অক্টোবর তৃতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com