হিলিতে মিলছে না সরকারি দামে ডিম


আনোয়ার হোসেন বুলু,দিনাজপুর , : 17-10-2024

হিলিতে মিলছে না সরকারি দামে ডিম

দিনাজপুরের হিলিতে কমেনি ডিমের দাম। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) যে দামে বিক্রি হয়েছে, ১৭ অক্টোবরও (বৃহস্পতিবার) সেই দামেই বিক্রি হচ্ছে। গেলো সপ্তাহে ৩০টি ডিম বিক্রি হয়েছে ৪০০ টাকায়। এ সপ্তাহেও বিক্রি হচ্ছে ওই ৪০০ টাকায়। 

খচুরা বাজারে প্রতিহালি (৪) ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। ক্রেতারা বলছেন, আমার যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা মাছ-মাংসের দাম বেশি হওয়ার কারণে ডিম দিয়ে আমিষের চাহিদা পূরণের চেষ্টা করতেন। এখন ডিমের দাম বেশি। আক্ষেপ করে কয়েকজন ক্রেতা বলেন, তাদের কপালে হয়তো আর আমিষ জুটবে না। আর ডিম বিক্রেতারা বলছেন, আমাদের মোকামেই ৩০টি ডিম কিনতে পড়ছে ৩৮০ থেকে ৩৯০ টাকা। আর বিক্রি করছেন ৪০০ টাকায়।  

হিলিবাজারে ডিম কিনতে আসা আব্দুল আজিজ বলেন, ‘আমরা নিম্নবিত্ত আয়ের মানুষ। ডিম দিয়ে পরিবারের সদস্যদের আমিষের চাহিদা মেটানো চেষ্টা করতাম। কিন্তু সেই ডিমের দামও বেড়েই চলেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাপলে হয়তো আর আমিষ জুটবে না। আবার নিরামিষ খাবো তার দামও আকাশছোঁয়া। আমাদের মতো নিম্নবিত্তরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।’ 

আরেক ক্রেতা মো. আমিরুল ইসলাম বলেন, ‘ডিমের দাম কমবে কী? দিনদিন আরও বাড়ছে। একমাস আগে ছিল ৪০ টাকা হালি। তার কিছুদিন পর হলো ৫০ টাকা হালি। আর এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকা হালি। কিছুতেই কমছে না দাম।’ তিনি আরও বলেন, ‘শুনলাম, সরকার নাকি ডিমের দাম কমিয়ে আনতে ভারত থেকে ডিম আমদানি করছে। কিন্তু তার তো কোনো লক্ষণ বাজারে দেখছি না।’

হিলি বাজারে ডিম বিক্রেতা মো. ছিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারত থেকে আমদানি করা ডিম এখনো হিলিতে আসেনি। তাই আমরা দেশি ডিম বিক্রি করছি। গত সপ্তাহে মোকাম থেকে যে দামে ডিম কিনেছি, এ সপ্তাহেও সেই দামেই কিনতে হচ্ছে। তাই ডিমের দাম কমছে না।’ 

ছিদ্দিক হোসেন আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার যে ডিম বিক্রি করছি, সেসব আগের চালানের ডিম। তবে আজ রাতে মোকাম থেকে ডিম ঢুকবে। আগামীকাল হয়তো ডিমের দাম কিছুটা কমতে পারে।’ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com