হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু


দিনাজপুর প্রতিনিধি , : 17-10-2024

হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু

দিনাজপুরের হিলিতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে হাকিমপুর কলেজ মাঠে এই পণ্য বিক্রি শুরু করা হয়। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন, এবার উপজেলার ১ টি পৌরসভাসহ ৩ টি ইউনিয়নে ১০ হাজার ৫৭১ জন টিসিবির কার্ডধারীর মাঝে ৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল ২ লিটার সোয়াবিন তেল ও ২ কেজি মশুর ডাল দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এসব পণ্য দেয়া হবে। এদিকে কমমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি সুবিধাভোগীরা। 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com