দিনাজপুরের হিলিতে প্রতিহালিতে ডিমের দাম বেড়েছে ৬ টাকা করে। এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রতিহালি (৪ টি) ডিম ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। আর বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিক্রি হয়েছে ৫৬ টাকা হালি দরে।
বৃহস্পতিবার হিলি বাজারে কথা হয় ডিম কিনতে আসা মো. সাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করেই প্রতিহালি ডিমের দাম ৬ টাকা বেড়েছে। গেলো সপ্তাহে প্রতি হালিত ডিম ৫০ টাকা করে কিনেছি। আর আজ কিনতে হলো ৫৬ টাকা কেজি দরে।
আরেক ক্রেতা মো. জামাল হোসেন বলেন, ‘আমরা নিম্ন-আয়ের মানুষেরা মাছ-মাংসের বেশি হওয়ার কারণে ডিমে দিয়ে আমিষের চাহিদা মেটানোর চেষ্টা করতাম। কিন্তু সেই ডিমের দাম তো বেড়েই চলেছে।’
জামাল হোসেন আরও বলেন, ‘কিছুদিন আগে প্রতিহালি ডিমের দাম ছিল ৪৮ টাকা। তারপর ৫০ টাকা। আর আজ বাজারে এসে দেখিছি ৫৬ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।’
হিলি বাজারের ডিম বিক্রেতা রাকিব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা গেলো সপ্তাহে প্রতিহালি ডিম ৪৮ টাকা করে কিনে ৫০ টাকা করে বিক্রি করেছি। আর এ সপ্তাহে মোকামেই কিনতে হয়েছে ৫৩ টাকা হালি দরে। আর বিক্রি করছি ৫৫ টাকা হালি দরে।’
রাকিব হোসেন আরও বলেন, ‘আগে প্রতিপাতা ৩০ টি ডিম কিনেছি ৩৬০ টাকায়। অর্থাৎ প্রতিপিস ডিমের দাম ছিল ১২ টাকা। বিক্রি করেছি সাড়ে ১২ টাকা করে। এখন কিনতেই পড়ছে ৩৮০ টাকা পাতা। অর্থাৎ প্রতিপিস সাড়ে ১২ টাকারও বেশি। এরসঙ্গে আছে পরিবহন খরচ, নিজের খরচ, লেবার খরচ। আবার অনেক সময় ডিম ভেঙে যায়। সবমিলিয়ে ১৩ টাকা পিস পড়ে। আর বিক্রি করছি সাড়ে ১৩ টাকা করে পিস।’