চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-10-2024

চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন

চট্টগ্রামে এবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আরেকটি তেলের ট্যাংকারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ট্যাংকারটির নাম এমটি বাংলার সৌরভ। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হয়েছি। রাত ১২টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কর্ণফুলী ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, এমটি বাংলার সৌরভ থেকে এরইমধ্যে ৪৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তারা ব্যক্তিরা হলেন ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, বিএসসির ফোরম্যান নুরুল ইসলাম ও শ্রমিক মো. হারুন। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে নির্মাণ করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’। নৌ-বাণিজ্য অধিদপ্তর থেকে জাহাজটিকে নিবন্ধন দেওয়া হয় ১৯৮৮ সালে। ৩৮ বছরের পুরোনো জাহাজটি অনেক আগেই স্ক্র্যাপিং করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসির। কিন্তু স্ক্র্যাপিং না করেই ব্যবহার করা হচ্ছিল জাহাজটি। অনেকটা ত্রুটিপূর্ণ থাকার পরেও জাহাজটি ক্রুড লাইটারিংয়ে ব্যবহার করা প্রতিষ্ঠানটিকে। যেই কারণে গেল সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজেটিতে ঘটে বিস্ফোণ।

বিএসসি সূত্রে জানা যায়, বিএসসির বহরে রয়েছে দুইটি অয়েল ট্যাংকার। ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকার দুইটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুইটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com