বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ


নিজস্ব প্রতিবেদক , : 01-02-2023

বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‌‘২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে প্রায় ৩০০ কোটি টাকার স্পট রফতানি আদেশ পাওয়া গেছে। এবারের মেলায় মানুষের আগ্রহ অনেক বেড়েছে।’ 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী এ মেলার আয়োজন করেছিল বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। 

মন্ত্রী বলেন, ‘বাণিজ্যমেলায় মানুষের অংশগ্রহণকারী বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। মেলায় প্রায় ৩০-৩৫ লাখ দর্শনার্থী এসেছেন, কেনা-বেচা হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। স্পট রপ্তানি আদেশ মিলেছে প্রায় ৩০০ কোটি টাকার।’

তিনি বলেন, ‘গত বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রকৃত রপ্তানি হয়েছিল ৬১ বিলিয়ন মার্কিন ডলার।’

এবারের মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেয়া হয় ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে, দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে, তৃতীয় পুরস্কার দেওয়া হয় ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে। 

এ ছাড়া শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠানকে, বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে, বেস্ট ফার্নিচার উৎপাদনকারী বা রপ্তানি প্রতিষ্ঠান হিসেবে চারটি প্রতিষ্ঠানকে এবং ইনোভেটিভ পণ্য উৎপাদনকারী বা বিক্রেতা হিসেবে দুটি প্রতিষ্ঠানকে ট্রফি দেওয়া হয়।

ঢাকা বিজনেস/এইচ  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]