কানপুর টেস্ট: বাংলাদেশের কান গরম করছে ভারতের টি-টোয়েন্টি ব্যাটিং


ঢাকা বিজনসে স্পোর্টস ডেস্ক , : 30-09-2024

কানপুর টেস্ট: বাংলাদেশের কান গরম করছে ভারতের টি-টোয়েন্টি ব্যাটিং

কানপুর টেস্টের আড়াই দিন ভেসে গেছে বৃষ্টিতে। তিন উইকেটে ১০৭ রান নিয়ে টানা আড়াই দিন বসে থেকে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ; প্রথম ইনিংসে অল আউট হয়ে গেছে ২৩৩ রানে। জবাবে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করছে ইন্ডিয়ানরা। চার ওভারে তারা তুলেছে এক উইকেটে ৫৫ রান। টেস্টে এরকম পাগলাটে ব্যাটিং স্বভাবতই টাইগারদের কান গরম করে দিচ্ছে!

ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে উইকেট পেয়েছেন মিরাজ। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে তিনি ফিরিয়েছেন ২৩ রানে। ১১ বলে ২৩ করেছেন রোহিত। 

টস হেরে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের প্রথম দিন ১০৭ রান তুলেছিল সফরকারী বাংলাদেশ। এরপর বৃষ্টিতে ভেসে গেছে দিনের বাকি খেলা। পরের দুদিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিন মাঠে নেমেই একটার পর একটা উইকেট গেছে বাংলাদেশের। ব্যতিক্রম কেবল মুমিনুল হক, ১০৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া বলার মতো রান পাননি কেউই। 

টাইগার ব্যাটার কে কত রান পেয়েছেন দেখা যাক। জাকির হাসান ০, সাদমান অনিক ২৪, মমিনুল ১০৭, অধিনায়ক শান্ত ৩১, মুশফিক ১১, লিটন ১৩, সাকিব ৯, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান মাহমুদ ১, খালেদ ০। 

ভারতের বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন বুমরা। দুটি করে উইকেট পেয়েছেন সিরাজ, আকাশ দীপ এবং অশ্বিন। জাদেজা পেয়েছেন একটি। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com