নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৪ বিভাগে নবীন বরণ


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি , : 31-01-2023

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৪ বিভাগে নবীন বরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষাবিদ উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এবং ওরিয়েন্টেশন ব্যক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহিদ বুদ্ধিজীবী-কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নুজহাত চৌধুরী।

সকাল ১১টায় ওরিয়েন্টেশনের স্বাগত বক্তা প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের বক্তব্যের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘কারো জীবন সহজ নয়, একটি শান্ত-স্থিতিশীল জীবনেও অনেক চ্যালেঞ্জ থাকে। এই বিশ্ববিদ্যালয় জীবনেই হয়তো তোমাকে বুলিং, ড্রাগ, সিনিয়রদের রক্তচক্ষুসহ পড়াশোনার স্ট্রেস, অর্থনৈতিক স্ট্রেসের মতো নানা ঘাত-প্রতিঘাত আসবে, এর সব বাধা তোদের অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বড় হয়ে বৃদ্ধ বাবা-মা, ছোট ভাই-বোনদের দায়িত্ব নিতে হবে।’

প্রধান অতিথি প্রফেসর ড. সৌমিত্র শেখর নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একসময় আমি তোমার জায়গায় বসে ছিলাম, এমন সময় আসবে তুমি আমার জায়গায় বসবে আমি অন্য জায়গায় চলে যাবো।’ 

স্কুল-কলেজের শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার পার্থক্যের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো প্রশ্ন করার জায়গা আর এই প্রশ্ন হবে যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে শুধু সার্টিফেকেট অর্জন করলেই হবে না, নিজেকে দক্ষ হতে হবে। প্রযুক্তি নির্ভর দুনিয়ায় দক্ষতার বিকল্প নেই।’

এ ছাড়াও ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,  কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার।

আসলাম/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com