পটল-করলায় স্বস্তি, আলুর দামে অস্বস্তি


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 24-09-2024

পটল-করলায় স্বস্তি, আলুর দামে অস্বস্তি

দিনাজপুরের হিলিতে কমেছে আলু ছাড়া সবধরনের সবজির দাম।  ৮০ টাকা কেজি দরের করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ৪০ টাকা কেজি দরের পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ক্রেতারা বলছেন, এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছেন। এক সপ্তাহ আগেও  (১৭ সেপ্টেম্বর) প্রতিকেজি করলা বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। পটল বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। আর ২৪ সেপ্টেম্বর প্রতিকেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে হিলি বাজারে সবজি কিনতে আসা মো. জয়নাল আবেদিন বলেন, ‘এ সপ্তাহে কাঁচা সবজি কিনতে এসে একটু স্বস্তি পাচ্ছি। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। তবে আরও একটু কমলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।’ 

আরেক ক্রেতা মো. আকরাম হোসেন বলেন, ‘প্রায় সবজির দাম কমলেও আলুর দাম কমেনি। ৬ মাস ধরে ৬০ টাকা দরেই আলু বিক্রি হচ্ছে। ’

আকরাম হোসেন আরও বলেন, ‘করলা, পটল, পুইশাক, লাইয়ের দামও কমেছে। আগে প্রতি আঁটি পুইশাক ২০ টাকা করে বিক্রি হয়েছে। আর আজ বিক্রি হচ্ছে ১০ টাকা আঁটি দরে। ৫০ টাকা দরের পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস দরে।’ 

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. হাসমত আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা তো কৃষকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। গেলো মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রতিকেজি করলা ৭০ টাকা দরে কিনে ৮০ টাকা দরে বিক্রি করেছি। এ সপ্তাহে ৫০ টাকা কেজি দরে কিনে ৬০ টাকা দরে বিক্রি করছি। পটল ৩০ টাকা কেজি দরে কিনে ৪০ টাকা দরে বিক্রি করেছি। আর আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রতিকেজি পটল ২৫ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করছি।’ বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com