সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল, ভারতের কাছে বাংলাদেশের হার


ঢাকা বিজনেস ডেস্ক , : 21-09-2024

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল, ভারতের কাছে বাংলাদেশের হার

ম্যাচের পুরোটা সময় ভারতের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময় শেষে স্কোর লাইন গোলশূন্য। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে হোঁচট খায় বাংলাদেশ। কর্নার থেকে গোল করে ভারত। সেই গোলে ১-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে শনিবার (২১ সেপ্টম্বর) বাংলার যুবারা। 

শুক্রবার ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের পুরোটা সময়ই দুর্দান্ত ছিল বাংলাদেশ। যদিও একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন ম্যাচের প্রায় পুরোটা সময় নিষ্প্রাণ ছিল ভারত। 

তবে ফুটবল গোলের খেলা। দিনশেষে গোলের ওপরই জয়-পরাজয় নির্ধারণ করা হয়। সেখানেই বাজিমাত করে ভারত। ম্যাচের অতিরিক্ত সময় বাংলাদেশের জালে বল জড়ায় সুমিত শর্মা। তাতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। কদিন আগে ভুটানের বিরুদ্ধে সিনিয়র জাতীয় দল ১-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com