গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে: নাহিদ


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-09-2024

গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে:  নাহিদ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।  শুক্রবার (২০ সেপ্টম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার ও বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টার এই তথ্য জানান। 

নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

উপদেষ্টা শহীদ হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ হাবিবুর রহমানের ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে আদর করেন ।

উল্লেখ্য শহীদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। 

সাক্ষাৎকালে শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com