লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক , : 18-09-2024

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯

লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ২ হাজার ৭৫০ জনের মতো মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন স্থানে পৃথক এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। খবর আলজাজিরার।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানান, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক মেয়ে শিশুও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২০০ জনের বেশির অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগেরই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।

পেজার বিস্ফোরণে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত মোজতুবা আমানিও আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলেও লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

বৈরুতে থাকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টার বলেন, পুরো লেবাননজুড়ে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদ যায়নি ইসরায়েলের সীমান্ত এলাকা বেক্কাও।

নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এক বছরের মতো সময় ধরে চলা যুদ্ধে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে ওঠে এই পেজার।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com