ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক , : 12-09-2024

ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়। 

ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। টি-টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তান সফরে থাকা দল থেকে বাদ পড়েছে পেসরা শরিফুল ইসলাম। তিনি বাদ পড়েছেন ইনজুরির কারণে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি।

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজসহ চার স্পিনার নেয়া হয়েছে দলে। 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com