তথ্যমন্ত্রীর সঙ্গে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ


ঢাকা বিজনেস ডেস্ক , : 30-01-2023

তথ্যমন্ত্রীর সঙ্গে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতারা। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তারা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত কমিটির পক্ষে নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত নেতারা তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। তথ্যমন্ত্রী হাছান তাদের অভিনন্দন জানান। এসময় তিনি  বলেন, ‘জাতীয় প্রেসক্লাব ধারাবাহিকভাবে অত্যন্ত স্বচ্ছ, সুন্দর পরিবেশে, গণতান্ত্রিক রীতিনীতি চর্চার মাধ্যমে নির্বাচন করে আসছে। আমি মনে করি, গণতান্ত্রিক চর্চাকে সংহত করার ক্ষেত্রে জাতীয় প্রেসক্লাবের এই নির্বাচন ভূমিকা রাখবে।’ 

বৈঠকে সচিবালয়-জাতীয় প্রেসক্লাব সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নাম ‘জাতীয় প্রেসক্লাব স্টেশন’ রাখা, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন সংস্কার, জাতীয় প্রেসক্লাবের ২১ তলা ভবন নির্মাণে সহযোগিতা ও প্রেসক্লাব সাংবাদিক ফান্ডে সহায়তার দাবি-দাওয়া তুলে ধরেন জাতীয় প্রেসক্লাবের ভাপতি ফরিদা ইয়াসমিন। 

তথ্যমন্ত্রী জানান, প্রেসক্লাবের ২১ তলা ভবন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে তার আলোচনা হয়েছে। মেট্রোরেল স্টেশনের নামকরণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তিনি আলোচনা করবেন। প্রেসক্লাব ফান্ডকে আরও শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেন ড. হাছান মাহমুদ। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, বখতিয়ার রানা, মোহাম্মদ মোমিন হোসেন এবং সীমান্ত খোকন। 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]