৬ দফা দাবিতে পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি


পবিপ্রবি সংবাদদাতা , : 30-01-2023

৬ দফা দাবিতে পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ সব দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবিতে  কর্মবিরতি  পালন করছে পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মবিরতি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দাবিগুলো গুলোহলো:

১। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরতদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের প্রশাসনের বাইরে বদলি করা।  

২। অভিন্ন নীতিমালা প্রণয়নে আপডেট কমিটি রিপোর্ট রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদন করা। 

৩। সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ  গ্রেড ও ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা।

৪। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা। 

৫। প্রতি অর্থবছরে ৩টি বাছাই বোর্ড করা।

৬। ৩টি রিজেন্ট বোর্ডের সভা আহবান করা। 

কর্মবিরতির পালনের সময় বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনী,সাবেক সভাপতি ড. আরিফ আহম্মেদ জুয়েল, মিজানুর রহমান টমাস প্রমুখ। 

বক্তারা বলেন, ৬দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত কপি পেশ করেছেন।  দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি  ও অবস্থান ধর্মঘট পালন করবেন।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]