সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় নিহত ৭


ঢাকা বিজনেস ডেস্ক , : 30-01-2023

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় নিহত ৭

ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে ইরান সমর্থিত একটি গ্রুপের গাড়ি বহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন।

 নিহতদের মধ্যে ট্রাকচালক ও তাদের সহযোগিরা রয়েছেন। নিহতদের কেউ-ই সিরিয়ার নাগরিক নন। বিমান হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com