পিন্ডিতে আরেকটি জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ


ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক , : 02-09-2024

পিন্ডিতে আরেকটি জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮১ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। লাঞ্চ পর্যন্ত তাদের সংগ্রহ ১১৭, লিড ১২৯ রানের। বাকি ৪ উইকেট পড়লেই হিসাব আরও সহজ হয়ে যাবে, লক্ষ্য কত রানের। সামনে যেহেতু পুরো দেড় দিন পড়ে আছে, কে জানে, হয়তো আরেকটি জয় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। 

রবিবার (১ সেপ্টেম্বর) দ্বিতীয় ইনিংসের শুরুতে ৯ রান তুলতেই দুই উইকেট খুইয়েছিল পাকিস্তান। ৪৭ রানে পড়ে তৃতীয় উইকেট। সাইম আইয়ুকে শান্তর ক্যাচ বানান পেসার তাসকিন, করতে পারেন ২০ রান। শান মাসুদকে লিটনের ক্যাচ বানান নাহিদ রানা, পাকিস্তানের রান তখন ৬২, শান করেন ২৮ রান। ঠিক ৩ রান পরে অর্থ্যাৎ ৬৫ রানে বাবর আজমকেও ওই লিটন-নাহিদ রানার কম্বিনেশনে ফিরে যেতে হয়। বাবর নিতে পারেন ১১ রান। ৮১ রানে পড়ে ৬ষ্ঠ উইকেট, সাউদ শাকিলও (১০ বলে ২ রান) ফিরে যান নাহিদ রানার বলে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে। 

সপ্তম উইকেট জুটি ৮১ থেকে ১২৯ রান পর্যন্ত পৌঁছে গেছে। লাঞ্চ পর্যন্ত ৪৮ রানের মূল্যবান জুটি গড়েছেন সালমান আঘা এবং রিজওয়ান। তারা যথাক্রমে ৭ এবং ৩৮ রানে অপরাজিত আছেন।িএর আগের দিন সফরকারী বাংলাদেশের ব্যাটার লিটন এবং মিরাজ রেকর্ড ১৬৫ রান করেন। 

টেস্ট ক্রিকেটের মহিমা এখানেই। ক্ষণে ক্ষণে রঙ বদলায়। রবিবার সকালে যে বাংলাদেশ চাপা পড়েছিল ধবংসস্তূপে। বিকেলে সেই বাংলাদেশ লড়াই করছে সমান সমান। মৃত্যুকূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস। করেছেন অনবদ্য ১৩৮ রান। তিনি প্রমান করলেন, ‘ক্লাস ইজ পার্মানেন্ট’। লিটনের সঙ্গে ছিলেন আরেক অলরাইন্ডার সারথী, মেহেদী হাসান মিরাজ; তিনি করেছেন ৭৮ রান। 

প্রথম ইনিংসে ২৬২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের চেয়ে ১২ রান পিছিয়ে থেকে শেষ হলো টাইগারদের ইনিংস। ২৬ রানে বাংলাদেশের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ২৬২ পর্যন্ত টিকে থাকা এক অবিসংবাদিত যুদ্ধই বলা চলে। সেই যুদ্ধে আপাত সফল বাংলাদেশের টেল এন্ডাররা। 

আশার কথা হলো, এই টেস্ট ড্র হলেও সিরিজ বাংলাদেশের। টাইগার ভক্তদের প্রত্যাশা, আরেকটা জয় নিয়ে, ট্রফি নিয়ে দেশে ফিরুক নতুন বাংলাদেশ!পাকিস্তানের ৬ উইকেট পড়ে যাওয়ায় বলা চলে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com