চিকিৎসকের ওপর হামলা: সারজিসের কড়া বার্তা


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-09-2024

চিকিৎসকের ওপর হামলা: সারজিসের কড়া বার্তা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকের ওপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না।’ রোববার (০১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এই কড়া বার্তা দেন। 

সারজিস আলম বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ওপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে।

এই সমন্বয়ক বলেন, যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে, তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে । আন্দোলনের এই সমস্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারও গায়ে হাত তুলে ফেললাম এটা মেনে নেওয়া যায় না।  সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা সোচ্চার আছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com