বেগুনের গুণ বেড়েছে, টান পড়েছে পকেটে


আনোয়ার হোসেন বুলু,দিনাজপুর , : 31-08-2024

বেগুনের গুণ বেড়েছে, টান পড়েছে পকেটে

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে বেগুনের দাম। গেলো শুক্রবার (২৩ আগস্ট) প্রতিকেজি বেগুন ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর শনিবার  (৩১ আগস্ট) কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, একমাসে আগে প্রতিকেজি বেগুনের দাম ৭০ টাকা কেজিতে উঠেছিল। তবে এক সপ্তাহে আগে কেজিতে ৩০ টাকা কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। হঠাৎ শনিবার আবার কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণে অনেক ক্রেতা বেগুন কেনা বাদ দিয়েছেন। 

এদিকে বিক্রেতারা বলছেন, হিলিতে যেসব সবজি আলু, বেগুন, পটলসহ যেসব সবজি আসে সবই পাশের উপজেলা পাঁচবিবি ও বিরামপুর থেকে। ওই সব এলাকায় বৃষ্টির কারণে বেগুনের ফলন কমে গেছে। তাই দাম বেড়েছে। 

শনিবার হিলি বাজারে সবজি কিনতে আসা মো. আরিফুর রহমান বলেন, প্রতিদিন তো আর একই সবজি খাবার রুচি থাকে না। মাঝে মাঝে মেনু পরিবর্তন করতে হয়। আবার মাছের সঙ্গেও আলু, বেগুন দিয়ে রান্না করতে হয়। তাই বাজারে বেগুন কিনতে এসেছি। 

আরিফুর রহমান আরও বলেন, যে বেগুন গত শুক্রবার কিনি ৪০ টাকা কেজি দরে। আজ সেই বেগুন কিনতে হলো ৬০ টাকা কেজি দরে। কেজিতে ২০ টাকা বেড়েছে বেগুনের দাম। 

আরেক ক্রেতা মো. আবুল হোসেন বলেন, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতিকেজি বেগুন ৪০ টাকা দরে কিনেছি। আর আজ কিনতে হলো ৬০ টাকা কেজি দরে। বেগুনের দাম বাড়ার কারণ কিছুই বুঝতে পারছি না। 

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. জাকের হোসেন ঢাকা বিজনেসকে বলেন, হিলিতে যেসব সবজি আসে সবই পাশের পাঁচবিবি ও বিরামপুর থেকে। সেসব এলাকায় বৃষ্টির কারণে বেগুন খেতের ক্ষতি হয়েছে। ফলন কমে গেছে। তাই বাজারে কমেছে বেগুনের সরবরাহ। এক সপ্তাহ আগে প্রতিকেজি বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করি। এ সপ্তাহে কুষকদের কাছ থেকে কিনতেই পড়ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি। আর আমরা বিক্রি করছি ৬০ টাকা কেজি দরে। তবে বাজারে বেগুনের সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে বলে জানান তিনি। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com