বন্যার্তদের জন্য বিসিবির কোটি টাকা অনুদান


ক্রীড়া ডেস্ক , : 25-08-2024

বন্যার্তদের জন্য বিসিবির কোটি টাকা অনুদান

বাংলাদেশে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের একাধিক জেলার মানুষ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। দেশের এই পরিস্থিতিতে গতকাল (শুক্রবার) বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর শনিবার (২৪ আগস্ট) এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বর্ন্যাতদের অনুদানের এই ঘোষণা দেন। ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’

বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকবে, এ নিয়ে ফারুক বলেন, ‘একটা ব্যাগে শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দেওয়া হয়েছে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com