গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-08-2024

গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন

দেশের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। কমিটির যুগ্ম আহ্বায়ক সামিনা লুৎফা নিত্রা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষার্থী-শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. হারুন-অর-রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। 

সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, আবদুল্লাহ ক্বাফী রতন, অধ্যাপক তানজিমউদ্দীন খান, সীমা দত্ত, সামিনা লুৎফা নিত্রা, মাহা মীর্জা, প্রকৌশলী কল্লোল মোস্তফা। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক মামুন আল রশিদ, অধ্যাপক মোহাম্মদ আজম, মোশাহিদা সুলতানা রিতু, ড. স্নিগ্ধা রেজওয়ানা, সাংবাদিক আবু সাঈদ খান, আশরাফ কায়সার, বিধান রিবেরু, আনিস রায়হান, চৌধুরী মুফাদ আহমেদ, এ এস এম কামাল উদ্দীন, আফজালুর বাসার, মযহারুল ইসলাম বাবলা, ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাড. মানজুর আল মতিন, লেখক ও শিল্পী মোস্তফা জামান, শিল্পী অরুপ রাহী, মফিজুর রহমান লাল্টু, বিথী ঘোষ, সুস্মিতা রায় সুপ্তি, আজিমুন নুজহাত মণিষা, ওমর তারেক চৌধুরী, জামশেদ আনোয়ার তপন, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, কামার আহমাদ সাইমন, অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম, ডা. জয়দীপ ভট্টাচার্য, নাসিমুল খবির ডিইক, তসলিমা আক্তার লিমা, জলি তালুকদার, আমেনা খাতুন, সুনয়ন চাকমা, হারুন-অর-রশিদ ভুইয়া, মানস নন্দী, শামীম ইমাম, সত্যজিৎ বিশ্বাস, বাকী বিল্লাহ, ইকবাল কবীর, আফজাল হোসেন, রাশেদ শাহরিয়ার, সুনয়ন চাকমা, রাগিব নাঈম, সালমান সিদ্দিকী, দিলীপ রায়, সৈকত আরিফ, সায়েদুল হক নিশান, অঙ্কন চাকমা, তাওফিকা প্রিয়া প্রমুখ। 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com