ঝাল বেড়েছে কাঁচামরিচে, ক্ষোভ বেড়েছে ক্রেতার মনে


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 18-08-2024

ঝাল বেড়েছে কাঁচামরিচে, ক্ষোভ বেড়েছে ক্রেতার মনে

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতিকেজি কাঁচামরিচ ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর  রোববার (১৮ আগস্ট) বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। তাই দাম বাড়ছে। আর বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে গেছে। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

রোববার (১৮ আগস্ট) হিলি বাজারে কথা হয় কাঁচামরিচ কিনতে আসা মো. আরশাদ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘তিনদিন আগে গেলো বৃহস্পতিবার প্রতিকেজি কাঁচা মরিচের কেজি ছিল ১৬০ টাকা। আর আজ কিনতে এসে দেখছি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।’ 

আরশাদ আলী আরও বলেন, ‘ভারত থেকে তো পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। কিন্তু ব্যবসায়ীরা কারসাজি করে পেঁয়াজের বাড়িয়ে দিয়ে বেশি লাভ করছেন।’ 

আরেক ক্রেতা মো. আব্দুল গোফ্ফার বলেন, ‘কাঁচামরিচের দাম কেজিতে মানভেদে ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। তিন দিন আগে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ (রোববার) বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। তাই আজ ৫০০ গ্রাম কাঁচামরিচ কিনতে এসে ৫৫ টাকা দিয়ে ২৫০ গ্রাম নিয়ে বাড়ি যাচ্ছি।’ 

কাঁচামরিচ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি বাজারে বর্তমানে যেসব কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, তার সবই দেশি কাঁচা মরিচ। আর ভারত থেকে আনা কাঁচামরিচ সব হিলির বাইরে চলে যাচ্ছে। তাই বাজারে কাঁচামরিচ সরবরাহ কমেছে। দামও বেড়েছে। তিন দিন আগে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ১৬০ টাকা দরে বিক্রি করি। আর আজ মানভেদে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে কিনে ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করছি।’ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com