পদত্যাগ করলেন বাংলা একাডেমির ডিজি আসকারী


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-08-2024

পদত্যাগ করলেন বাংলা একাডেমির ডিজি আসকারী

 ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে সরে দাঁড়ালেন মো. হারুন-উর-রশীদ আসকারী।  শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের খবর বাংলা একাডেমির ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেন জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা। 

ড. আসকারী বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।’

এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কি না, তা চেক করে বলতে হবে।’

উল্লেখ্য, গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান রশীদ আসকারী। তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com