১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-08-2024

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত করা এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিতাদেশ বাড়ানো হয়েছে ১০ আগস্ট পর্যন্ত। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। 

অধ্যাপক তপন কুমার সরকার জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগের সব পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com