যে হাটে চলে পুরনো বাইসাইকেল কেনাবেচা


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 29-07-2024

যে হাটে চলে পুরনো বাইসাইকেল কেনাবেচা

দিনাজপুরের হিলিতে সপ্তাহে দু’দিন রোববার ও বৃহস্পতিবার বসে পুরনো বাইসাইকেলের হাট।  হাট চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।  দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন এই হাটে বাইসাইকেল বেচা-কেনা করতে। কেউ আসেন পুরনো বাইসাইকেল বিক্রি করে নতুন সাইকলে কিনতে,  কেউবা আসেন সাধ্যের মধ্যে নিজের প্রয়োজনীয় পুরনো বাইসাইকেল কিনতে।  

রোববার (২৮ জুলাই) বিকেলে হিলি সাইকেল হাটে কথা হয় পাঁচবিবি থেকে আসা মো. আয়েন উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি বাইসাইকেলে গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করি। কিছুদিন আগে ৭ হাজার টাকা দিয়ে একটি নতুন সাইকেল কিনি। কিন্তু বর্তমানে ব্যবসা ভালো না যাওয়ায় পুঁজি সংকট দেখা দিয়েছে। তাই নতুন বাইসাইকেলটি বিক্রি করে কম টাকা দিয়ে একটি পুরনো বাইসাইকেল কিনবো। আর বাকি টাকা দিয়ে আবারও ব্যবসা শুরু করবো।’ 

আরেক ক্রেতা মো. জামাল উদ্দিন বলেন, ‘আমি প্রতিদিন বাজারে ভাঁড়ে করে দুধ বিক্রি করি। এতে কষ্ট হয়। তাই একটি পুরনো বাইসাইকেল কিনতে এসেছি। বাইসাইকেলে করে দুধ বাজারে নিয়ে যাবো।’

স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, ‘হিলিতে দীর্ঘদিন ধরে পুরনো বাইসাইকেলের হাট বসে। দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতা এখানে আসেন নতুন-পুরনো বাইসাইকেল বেচা-কেনা করতে। বিক্রিও মোটামুটি ভালো হয়।’ 

হিলি হাটের ইজারাদার মো. লিটন হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘যারা নতুন-পুরনো বাইসাইকেল বেচা-কেনা করতে আসেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি। যেন কেউ তাদের হয়নারি করতে না পারে।’ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com