সঙ্গী আপনাকে ছাড়তে চাইছে বুঝবেন যেভাবে


ঢাকা বিজনেস ডেস্ক , : 28-07-2024

সঙ্গী আপনাকে ছাড়তে চাইছে বুঝবেন যেভাবে

ভালোবাসার সম্পর্কে দুজন মানুষ এগিয়ে নিয়ে যায়। দুজনের ছোট ছোট পদক্ষেপে সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। তবে সব সম্পর্ক এক রকম যায় না। কিছু সম্পর্ক ভেঙে যায়। নানা কারণে সম্পর্কে চিড় ধরে। অনেক সময় দুজনের মধ্যে একজন সম্পর্ক থেকে বের হয়ে আসতে চান। আর সেটা যখন সামনে আসে অপরজন হতাশ হয়ে যান। তবে একটু খেয়াল রাখলে সঙ্গী কিছু বলার আগেই বুঝতে পারবেন সে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছে। ভালোবাসার মানুষটির নানা আচার-ব্যবহার ও কাজকর্ম দেখেই বুঝে নিতে পারেন আপনার সঙ্গী আপনার সঙ্গে আর সম্পর্ক রাখতে চান কিনা।

মার্কিন ওয়েবসাইট ম্যারিজডটকমের প্রতিবেদনে মনোবিজ্ঞানীরা এ বিষয়ে কথা বলেছেন। যেসব বিষয়ে নজর দিলে বুঝতে পারবেন সম্পর্ক নিয়ে আপনার সঙ্গীর ভাবনা। 

ঝগড়া : আগে আপনার সঙ্গী ঝগড়া থেকে দূরে থাকতেন, কিন্তু হঠাৎ করেই আপনার সব কাজেই ভুল খোঁজার চেষ্টা করেন? কথায়-কাজে অধৈর্য ভাব লক্ষ্য করা যায়। আপনি মানিয়ে নিতে চাইলেও সঙ্গী ঝগড়া থামাচ্ছে না। এমনকি প্রতিদিন ঝগড়া হচ্ছে। এমন হতে থাকলে বুঝবেন আপনাদের সম্পর্কটি ভেঙে ফেলতে চান।

দোষারোপ করা : ব্রেকআপ করতে চাইলে সব সঙ্গীই যে কাজটি করেন, সেটি হচ্ছে অন্যকে দোষারোপ করা। বিভিন্ন কারণে সঙ্গী দোষারোপ করে অপর পাশে কোনো দোষ না থাকলেও। এ ধরনের আচরণ যদি হঠাৎ করেই আপনার সঙ্গী বেশি বলতে শুরু করেন তবে বুঝবেন ব্রেকআপ করতে চাইছেন তিনি। 

হঠাৎ ব্যস্ত হয়ে যাওয়া : বর্তমান সময়ে প্রত্যেকেই অনেক বেশি ব্যস্ত। সঙ্গীর ব্যস্ততা যদি হঠাৎ করেই অনেক বেশি বেড়ে যায়, আপনার সঙ্গে দেখা বা সময় দেয়া কমিয়ে দেন তখন বুঝতে হবে আপনার সঙ্গ তার ভালো লাগছে না।

মনের কথা না বলা : ব্রেকআপের আগে অনেকেই মনের কথা বলা কমিয়ে দেন, বলছেন বিশেষজ্ঞরা। যে মানুষটা আগে আপনাকে তার সব কথা জানাতো সে যখন বিভিন্ন বিষয় আড়াল করবে তখন একটু ভাবুন। এমন হলে তখন বুঝতে হবে তিনি আপনার কাছ থেকে দূরে চলে যেতে চায়। তার সঙ্গে আলোচনা করেও যদি এ সমস্যার সমাধান না হয় তাহলে বুঝে নিতে হবে আপনার সঙ্গী ব্রেকআপে আগ্রহী।

কম গুরুত্ব দেয়া : একসময়ে সঙ্গী আপনাকে নিয়ে ভাবলেও এখন সে নিজেকে নিয়েই ব্যস্ত। তার কাছে আপনি আর আগের মতো গুরুত্ব পাচ্ছেন না। যখন দেখবেন সঙ্গী আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, আপনার কথা ভাবছে না তখন বুজতে হবে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। 

মোবাইলে ফোন বেশি সময় দেয়া : সঙ্গী ফোনের প্রতি বেশি মনোযোগ ভাবনার কারণ হতে পারে। এমনকি দুজন একসঙ্গে ঘুরতে বের হওয়ার পরও সঙ্গী যদি ফোন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার ভালো লাগা হয়তো আগের চেয়ে কমে গেছে। কিন্তু একবার মোবাইলে দেখলেই সন্দেহ করে বসবেন না। আগে বুঝতে চেষ্টা করুন আসলে কি হচ্ছে। যদি একই অবস্থা দেখেন বারবার তাহলে বুঝবেন তিনি আর আপনার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com