চীনে শপিং সেন্টারে আগুনে ১৬ জনের প্রাণহানি


ঢাকা বিজনেস ডেস্ক , : 18-07-2024

চীনে শপিং সেন্টারে আগুনে ১৬ জনের প্রাণহানি

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি শপিং মলে ভয়াবহ আগুনে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় জিগং শহরের একটি হাই-টেক জোনের ১৪ তলা শপিং সেন্টারে এই আগুন লাগে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩০০ কর্মী এবং কয়েক ডজন দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া প্রায় ৩০ জনকে আগুন থেকে উদ্ধার করে। রাতভর উদ্ধার কাজ ভোর তিনটায় শেষ হয়।

বার্তা সংস্থা সিনহুয়া আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভোর তিনটা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১৬ তে দাঁড়িয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নির্মাণ কাজের কারণে আগুন লেগেছে। তবে অগ্নিকা-ের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, নিরাপত্তার শিথিল মান ও তদারকির দুর্বলতার কারণে চীনে আগুন লাগার বিষয়টি খুবই সাধারণ একটি ঘটনা।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com