হিলিতে বেড়েছে মুরগির দাম


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 16-07-2024

হিলিতে বেড়েছে মুরগির দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার, পাকিস্তানি ও দেশি মুরগির দাম বেড়েছে। এসব মুরগির দাম বেড়ছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা। গেলো মঙ্গলবার (৯ জুলাই) প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর পাকিস্তানি মুরগি ছিল ২২০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। দেশি মুরগি ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি দরে। 

ক্রেতারা বলছেন, এক সপ্তাহ আগেও মুরগির দাম কম ছিল। কিন্তু বাজারে সরবরাহ কম-এমন অজুহাতে বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন। আর বিক্রেতারা বলছেন, বাজারে সব ধরনের মুরগির দাম কমেছে। দামও বেশি। তাই সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। 

মঙ্গলবার (১৬ জুলাই) হিলিবাজারে ব্রয়লার মুরগি কিনতে এসেছেন মো. মিরাজ উদ্দিন। তিনি বলেন, ‘কোরবানির ঈদের পরও ব্রয়ালার মুরগি ১২০ টাকা কেজি দরে কিনেছি। গত মঙ্গলবার কিনেছি ১৪০ টাকা কেজি দরে। আর আজ মঙ্গলবার প্রতিকেজি ব্রয়লার মুরগি কিনতে হলো ১৬০ টাকা দরে। কেজিতে ২০ টাকা বেড়েছে।’ 

আরেক মুরগি ক্রেতা মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি কোনো সপ্তাহে পাকিস্তানি মুরগি আবার কোনো সপ্তাহে দেশি মুরগি কিনি। কিন্তু এক সপ্তাহে ব্যবধানে পাকিস্তানি ও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা।’

জসিম উদ্দিন আর বলেন, ‘গেলো মঙ্গলবার প্রতিকেজি পাকিস্তানি মুরগি কিনি ২২০ টাকা দরে। আজ কিনলাম ২৫০ টাকা কেজি দরে। তার দুইদিন আগে রোববার বাড়িতে আত্মীয় আসার কারণে দেশি মুরগি কিনেছিলাম ৪৮০ টাকা কেজি দরে। আর দুই দিন পর  আজ মঙ্গলবার কিনতে হলো ৫২০ টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিকেজি পাকিস্তানি মুরগি কেজিতে ৩০ টাকা ও দেশি মুরগি ৪০ টাকা বেড়েছে।’ 

হিলি বাজারের মুরগি বিক্রেতারা মো. পিন্টু মিয়া ঢাকা বিজনেসকে বলেন, ‘ব্যবসা নেই বললেই চলে। বাজারে মুরগির সরবরাহ একদম কমে গেছে। তাই বেশি দাম দিয়ে মুরগি কিনে, বেশি দাম বিক্রি করতে হচ্ছে।’ 

পিন্টু মিয়া আরও বলেন, ‘গত মঙ্গলবার প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা কেজি দরে কিনতে ১৪০ টাকা দরে বিক্রি করেছি। আর এ সপ্তাহে কিনতেই পড়ছে ১৫০ টাকা কেজি। বিক্রি করছি ১৬০ টাকা কেজি। এভাবে পাকিস্তানি ও দেশি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।  



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]