কাঁচামরিচের দাম কমছে না কেন


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 15-07-2024

কাঁচামরিচের দাম কমছে না কেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগের চেয়ে কাঁচা মরিচের আমদানি অনেকটাই বেড়েছে। তবু খুচরা বাজারে কমছে না কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে যখন ২ থেকে ৪ ট্রাক কাঁচামরিচ আমদানি হতো, তখনো প্রতিকেজি ২০০ টাকা কেজি দরে বিক্রি হতো। আর এখন প্রতিদিন ২০ থেকে ২২ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও স্থানীয় খুচরা বাজারে ২০০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।  

ক্রেতারা বলছেন, আমদানি তো বেড়েছে কাঁচা মরিচের । কিন্তু দাম কেন কমছে না? তারা বলছেন, আমদানিকারকরা সিন্ডিকেট করে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করছেন। তাই হয়তো দাম কমছে না। আর খুচরা বিক্রেতারা বলছেন, তারা আমদানিকারকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করেন। যে দামে কেনেন, তার চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

সোমবার (১৫ জুলাই) হিলিবাজারে কাঁচামরিচ কিনতে আসা মো. আজমত হোসেন বলেন, ‘গেলো সোমবার (৮ জুলাই) ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনি। আজও একই দামে কিনতে হচ্ছে। শুনলাম ভারত থেকে নাকি কাঁচা মরিচের আমদানি আগের চেয়ে বেড়েছে। কিন্তু দাম কেন কমছে না? তা বুঝতে পারছি না।’

আরেক ক্রেতা মো. ফজলু মিয়া বলেন, ‘আমার মনে হয়, আমদানিকারকেরা সিন্ডিকেট করে কাঁচামরিচের বাজারে নিয়ন্ত্রণ করছেন। তা না হলে আমদানি বাড়লেও দাম কমবে না কেন? আমদানি কম হলেও ২০০ টাকা কেজি। আবার আমদানি বেশি হলেও ২০০ টাকা কেজি।’

ফজলু মিয়া আরও বলেন, ‘প্রশাসন যদি নিয়মিত কাঁচামরিচের বাজার মনিটরিং করে। তা হলেই কাঁচামরিচের দাম কমে আসবে।’

কাঁচা মরিচ বিক্রেতা মো. সাজ্জাদ হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা কী করবো, বলেন। আমরা তো আর আমদানি করি না। আমদানিকারকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি।’ তিনি বলেন, ‘গতকাল রোববার (১৪ জুলাই) মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে কিনেছি। আর আজ সোমবার ( ১৫ জুলাই) বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে।’

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘কাঁচা পণ্য তো। তাই কেজিতে ২০ থেকে ৩০ টাকা লাভ রেখে বিক্রি করতে হয়। অনেক সময় ওজনে কম হয়। আবার অনেক সময় বিক্রি না হওয়ার কারণে পচে নষ্ট হয়ে যায়।’ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]