হিলি দিয়ে এলো ৫০০ মেট্রিক টন পেঁয়াজ


দিনাজপুর প্রতিনিধি , : 15-07-2024

হিলি দিয়ে এলো ৫০০ মেট্রিক টন পেঁয়াজ

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত ২ দিনে ভারতীয় ৩৬ ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক অ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এই তথ্য জানিয়েছেন। 

হারুন বলেন, ‘বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত রপ্তানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ ট্রাকে  ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন।  গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এই কারণেই হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছেন। গত ২ দিনে ভারত থেকে ৩৬ ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।’

হারুন আরও বলেন, ‘আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে।  আজ (সোমবার) থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবেন। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরও বেশি পেঁয়াজ আমদানিকারকেরা ভারত থেকে আমদানি করবেন।’

আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিঅ্যান্ডএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং বোরবার  সারাদিনে ২০ ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ওইসব আমদানি করা পেঁয়াজ রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।

/ঢাকা বিজনেস/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]