প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের কাজ: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-07-2024

প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের কাজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের কাজ।’ রোববার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই না এই অঞ্চলের রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা নিক। আপনাদের সমস্যাগুলো শুনলাম, এই হাসপাতালে এমআরআই, সিটি স্কিন মেশিন অকেজো। চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। খুব দ্রত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করা হবে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক থাকেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসা সেবা দিতে হবে। এর ব্যতয় হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।

অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক চালাতে পারবে না। একটি হাসপাতালে যা থাকা দরকার, তা না থাকলে ওইসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে। আর যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই জেলার স্বাস্থ্য বিভাগের সমস্যা নিয়ে তাকে অনেক বিষয়েই অবগত করেছেন।’   


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com