বেগুনের গুণ বেড়েছে, কেজিপ্রতি ২০ টাকা


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 13-07-2024

বেগুনের গুণ বেড়েছে, কেজিপ্রতি ২০ টাকা

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে, আর এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা ইচ্ছেকৃতভাবে বেগুনের দাম বাড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভ করছেন। আর বিক্রেতারা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে বেগুনের উৎপাদন কমে গেছে। বাজারে বেগুনের সরবরাহ কমেছে। তাই বেগুনের দাম বেড়েছে। 

বাজারে সবজি কিনতে আসা মো. শাহ আলম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তো আমাদের মতো মধ্যবিত্ত  আয়ের মানুষদের চলা কঠিক হয়ে পড়েছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়েছে। গেলো শুক্রবার প্রতিকেজি বেগুন কিনি ৫০ টাকা কেজি। আর আজ কেজিতে ২০ টাকা বেশি দিয়ে ৭০ টাকায় কিনতে হলো।’

আরেক ক্রেতা মো. বাবু হোসেন বলেন, ‘আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজ করি। যা আয় আয়, তা দিয়ে চালসহ তরিতরকারি কিনি। কিন্তু প্রতিদিন কাঁচা সবজির দাম বাড়তেই আছে। আর আলুর দাম তো ৬০ টাকার নিচে নামছেই না। এছাড়া করলা ৮০ টাকা কেজি, ঢেঁড়শ ৪০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা কেজি, কচুর লতি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ 

বাবু হোসেন আরও বলেন, ‘মাছের বাজারেও একই অবস্থা। প্রতিটি মাছের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। নিরামিষ সবজির দামও নাগালেও বাইরে।’ 

সবজি বিক্রেতা মো. তোফাজ্জল হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা তো কৃষকদের কাছে থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক সবজির ক্ষেত পনিতে তলিয়ে গেছে। তাই বাজারে সবজির সরবরাহ আগের চেয়ে অনেকটা কমেছে। কৃষকেরা যে পরিমাণ সবজি বাজারে আনছেন, তা দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না। তাই বেশি দামে কিনতে হচ্ছে। আগে বেগুন ৪০ টাকা কেজি  দরে কিনে ৫০ টাকায় বিক্রি করেছি। আজ পাইকারি কিনতেই পড়ছে ৬০ টাকা । আর বিক্রি করছি ৭০ টাকা কেজি দরে। এভাবে প্রতিটি কাঁচা সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com