নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা


ক্রীড়া ডেস্ক , : 12-07-2024

নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দেশটির ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গার অধীনে খেলেছে শ্রীলঙ্কা। আসরে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তার দলও গ্রুপ পর্বে বিদায় নেয়। ওই ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন তিনি। 

বোর্ডকে পদত্যাগের বিষয়ে পাঠানো চিঠিতে হাসারাঙ্গা জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের স্বার্থে এবং নিজেকে চাপ মুক্ত রাখতে তিনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

লঙ্কান বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। সঙ্গে জানিয়েছে যে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে তাকে বিবেচনা করা হবে। বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবে। ওই সিরিজে দেখা যাবে নতুন অধিনায়ক।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]