বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালানো চার ফাঁসির আসামি আটক


ঢাকা বিজনেস ডেস্ক , : 26-06-2024

বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালানো চার ফাঁসির আসামি আটক

বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার (২৫ জুন) রাতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েছে। বুধবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এই তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কনডেম সেলের ছাদ কেটে বের হয়ে বিছানার চাদরের সাহায্যে দেয়াল টপকে বেরিয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান। এ সময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজারে পালাতক আসামিদের আটক করেন। 

পালিয়ে যাওয়া আসামিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]