৮ দিন বন্ধের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


দিনাজপুর প্রতিনিধি , : 22-06-2024

৮ দিন বন্ধের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহাসহ সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২২ জুন) বেলা ১২ দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মল্লিক বলেন, ‘শুক্রবার (১৪ জুন) থেকে  শুক্রবার (২১ জুন) পর্যন্ত পবিত্র ঈদুল আজহাসহ সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার (২২ জুন) থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

তবে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ঢাকা বিজনেসকে বলেন, ‘টানা ৮ দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]