শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২৬ জুন


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-06-2024

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২৬ জুন

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে।  বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে জানান, শিক্ষাপঞ্জী অনুযায়ী, আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বৃহস্পতিবার (২০ জুন) মন্ত্রণালয়ের এক বৈঠকে সেটা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে  সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় যথারীতি ক্লাস শুরু হবে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]