প্রথম দিনেই ‘পাঠান’র সেঞ্চুরি


বিনোদন ডেস্ক , : 26-01-2023

প্রথম দিনেই ‘পাঠান’র সেঞ্চুরি

মুক্তির আগে থেকেই হিট শাহরুখের ‌‘পাঠান’ সিনেমা। অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছে। গতকাল মুক্তির দিন ছবিটি শুধু হিন্দি সংস্করণেই ৫১ কোটির ব্যবসা করেছে। বিশ্বব্যাপী করেছে সেঞ্চুরি। বক্স অফিসের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলিউড ভিত্তিক গণমাধ্যম কইমই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক হিসাবে উদ্বোধনী দিনে রেকর্ড আয়কারী সিনেমাটি দারুণ ব্যবসা করতে চলেছে। মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই।

বুধবার (২৬ জানুয়ারি) হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান। এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেলো বলিউড বাদশার। কাজেই পাঠান নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।

দেশটির গণমাধ্যমগুলো বলেছে, প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]