মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-06-2024

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  জাতীয় সংসদে যে বাজেট পেশ করেন, তাতে  এই লক্ষ্যমাত্রা ধরান হয়েছে। এদিন, তিনি ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতিকৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রমও জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আমরা আশা করছি যে- আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]