২০ দিন পর হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 05-06-2024

২০ দিন পর হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

২০ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৫ জুন) থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। মঙ্গলবার (৪ মে) বিকেল ৫ টার দিকে দুটি ভারতীয় ট্রাকে মেসার্স সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। 

সততা বাণিজ্যালয়ের মালিক মো. বাবলুর রহমান বলেন, ‘সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় হিলিবন্দরের আমদানিকারকেরা ফের পেঁয়াজ আমদানি শুরু করেছেন। মঙ্গলবার আমার নিজের ৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা জিবনসেকে বলেন, ‘গত ১৪ মে হিলিবন্দর দিয়ে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এরপর আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আর ২০ দিন পর আজ আবার পেঁয়াজ আমদানি হলো।’ 

উল্লেখ্য, সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর গেলো ১৪ মে বগুড়ার একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু ভারতীয় পেঁয়াজ আর দেশি পেঁয়াজের দাম সমান হওয়ায় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছিল না। তাই অন্যান্য আমদানিকারকেরাও পেঁয়াজ আমদানিতে নিরুৎসাহিত হন। ফের দেশের বাজারে পেঁয়াজ দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com