রিয়ালে এমবাপ্পে: রোনালদোর শুভেচ্ছা বার্তা


ক্রীড়া ডেস্ক , : 04-06-2024

রিয়ালে এমবাপ্পে: রোনালদোর শুভেচ্ছা বার্তা

অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের। নিজের শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে স্বদেশি ক্লাব পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের অধ্যায়ের ইতি ঘটলো।

সোমবার (৩ জুন) রাতে এই ফরাসি সুপারস্টারের যোগ দেয়ার বিষয়টি রিয়াল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। একই সঙ্গে নিজেদের ওয়েব সাইটে এমবাপ্পের যোগদানের বিষয়টি নিশ্চিত করে তারা জানায়, রিয়াল মাদ্রিদ সিএফ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। 

এদিকে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার পর এমবাপ্পে নিজের সোশ্যাল মিডিয়া পোষ্টে লিখেন, ‘একটি স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি গর্বিত। কেউ বুঝতে পারে না আমি এখন কতটা উত্তেজিত। 

ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা আরও লিখেন, আপনাদের দেখার জন্য তর সইছে না, মাদ্রিদিস্তাস এবং আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ! আমাকেও বলতে দিন, হালা মাদ্রিদ। 

অন্যদিকে এমবাপ্পের এমন ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলাররা। বাদ যাননি তার আদর্শ রোনালদোও। এমবাপ্পের করা পোস্টের নিচে তাকে রিয়ালে স্বাগত জানিয়ে রোনালদো লিখেন, এখন আমার সময় বার্নাব্যুতে তোমার অসাধারণ পারফর্ম্যান্স দেখে আনন্দিত হওয়ার। 

এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহামও। তিনি লিখেন, তোমাকে অনেক অনেক শুভকামনা বন্ধু। রিয়ালে অনেক দারুণ সময় অপেক্ষা করছে। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com