নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা


নোবিপ্রবি প্রতিনিধি , : 30-05-2024

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৩ বছর পর হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। তৃতীয়বারের মতো নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে  শুক্রবার (৩১ মে)। শেষ হবে ১ জুন। বৃহস্পতিবার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান লোমান ও সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী। 

আয়োজকরা জানান,‘মগজে দূর করি মননে কলঙ্ক’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ডিবেটিং সোসাইটি আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে ৩১ মে। মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে উদ্বোধনী দিনে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হবে।

সেরা ২ দলের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ১ জুন। বিতর্ক পরিচালনায় ৩০ বিচারক ও ২ শতাধিক বিতার্কিক এই আয়োজনে যুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com