চাঁপাইনবাবগঞ্জে ভিসতার শো-রুম উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন


ঢাকা বিজনেস ডেস্ক , : 26-05-2024

চাঁপাইনবাবগঞ্জে ভিসতার শো-রুম উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

চাঁপাইনবাবগঞ্জ সদরের বাতেন খাঁ মোড়ে দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার নিজস্ব শো-রুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ মে) বিকালে নিরাপদ সড় চাই আন্দোলনের চেয়ারম্যান, ভিসতা পরিচালক, চিত্রনায়ক  ইলিয়াস কাঞ্চন এই শো-রুম উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লোকমান হোসেন আকাশ, হেড অব সেল্‌স তানভীর জিহাদসহ ভিসতার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনের সময় ভিসতার কর্মকর্তারা জানান, এই শো-রুমে পাওয়া যাবে ভিসতার অ্যান্ড্রয়েড টিভি, এসি, রেফ্রিজারেটর, গ্রাইন্ডার মিক্সার ও রাইস কুকারসহ সব ধরনের হোম অ্যাম্প্লায়েন্স। তারা আশা প্রকাশ করেন, ভিসতা তার সম্মানিত গ্রাহকদের পণ্যের চাহিদা আরও কাছ থেকে পূরণ করবে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com